জামিন পেলেন কঙ্গনা
জাভেদ আখতারের মানহানির মামলায় জামিন পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মুম্বাইয়ের আদালত তাকে জামিন দিয়েছে। এ দিন আদালতে হাজির হয়ে তার নামে জামিনযোগ্য পরোয়ানা খারিজের আর্জি করেন কঙ্গনা । একইসঙ্গে জামিনের আবেদনও করেছিলেন। তার জামিন মঞ্জুর করেছে আদালত।
২০১৬ সালে কঙ্গনার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন জাভেদ আখতার। অভিযোগ, তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন কঙ্গনা। চলতি মাসের শুরুতে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। তিনি আবেদন করেছেন, কঙ্গনার বিরুদ্ধে চলা মামলাগুলি মুম্বাই থেকে সরিয়ে আনা হোক সিমলার আদালতে।