ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ‘লিডার- আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটির ফার্স্ট লুক প্রকাশিত হয় গতকাল। ছবিতে প্রতিবাদী শাকিব খানের ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে থোকা থোকা আগুন উড়ছে আর ঝড় বইছে। হাত মুষ্টিবদ্ধ। পোস্টারটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যেমে ভাইরাল হয়ে যায়। ছবিটি পরিচালনা করছেন তরুন নির্মাতা তপু খান। ছবিতে শাকিব খানের বিপরীতে ফের দেখা যাবে শবনম বুবলীকে।
অবশ্য ফার্স্ট লুকে শাকিব খানকে দেখা গেলেও অনুপস্থিত বুবলী। বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, যদি লকডাউন আর না থাকে, তাহলে স্বাভাবিক নিয়মে শুরু হবে শুটিং।