সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্র এ বছরই মুক্তি পাবে: তথ্যমন্ত্রী

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ এ বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৩ জুলাই ২০২১) জাতীয় সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাসের প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন।

সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন।

অপর দিকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ জানতে চান, ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন, অভিনয়শিল্পীরা কোন দেশেরে ভারতীয় না বাংলাদেশের।

এর আগে জাতীয় পার্টির ফিরোজ রশীদ ‘মুঘল-ই-আজম’সহ একাধিক আন্তর্জাতিক সিনেমার নাম উল্লেখ করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে কেন ৫০ বছরে কোনো সিনেমা নির্মিত হলো না, সেই প্রশ্ন তোলেন।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এই চলচ্চিত্রের মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন; করোনার কারণে চলচ্চিত্রের কাজ কিছুটা দেরি হয়েছে, তবে এ বছরই চলচ্চিত্রটি মুক্তি পাবে। এ ছবিটা যৌথ প্রযোজনায় হচ্ছে।

এর আগে জনমত যাচাই-বাছাই প্রস্তাবের আলোচনায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে। বাংলাদেশেও এর কাজ হয়েছে।’

সম্পর্কিত পোস্ট