সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সড়কে বাড়ছে ব্যক্তিগত গাড়ি, কড়া নজরদারিতে পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মোটরসাইকেল, রিকশায় জরুরি প্রয়োজনে সাধারণ জনগণ গন্তব্যে গেলেও আগের তুলনায় সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। গাড়ির পাশাপাশি রিকশার সংখ্যাও তুলনামূলকভাবে অনেক বেড়েছে। তবে পুলিশি কড়া নজরদারি রয়েছে। অপ্রয়োজনে কেউ বের হলে মামলা দিচ্ছে।

শনিবার (১০ জুলাই ২০২১) রাজধানীর বিভিন্ন লোকেশনে পুলিশি চেকপোস্টের কড়া নজরদারি থাকলেও আগের তুলনায় জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের সংখ্যা বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, কাজের খোঁজে দিনমজুররা বসে আছেন। কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে বলে লকডাউনে বের হতে বাধ্য হয়েছেন বলে ঢাকা পোস্টকে জানান কয়েকজন দিনমজুর।

এদিকে রাস্তায় রিকশার যাত্রী কম হওয়ায় প্রত্যাশা অনুযায়ী আয় হচ্ছে না বলে জানান রিকশাচালকরা। হারুন নামের একজন রিকশাচালক বলেন, লকডাউনের আগে ভালো আয় হতো কিন্তু লকডাউনের পর থেকে সেরকম আয় হয় না।

সম্পর্কিত পোস্ট