সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের সাথে টেস্ট জয় বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক

দেশের বাইরে সর্বোচ্চ রানের ব্যবধানে হারারে টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে প্রথমবার জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ জয় এটি। বাংলাদেশের দেওয়া ৪৭৭ রানের টার্গেটে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২৫৬ রানে।

হারারেতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৬৮ রান তোলে বাংলাদেশ। রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংসের সাথে লিটন দাসের ৯৫, তাসকিন আহমেদের ৭৫ ও অধিনায়ক মুমিনুল হকের ৭০ রানের ইনিংসে ৪৬৮ রান করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিং তোপে জিম্বাবুয়ে অলআউট হয় ২৭৬ রানে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১ উইকেটে ২৮৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে শত রান করে সাদমান ইসলাম (১১৫*) ও নাজমুল হোসেন শান্ত (১১৭)। এতে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৭।

জবাবে প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৯২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে। এ জয় পেতে হলে জিম্বাবুয়ের জন্য কঠিন ছিল। কিন্তু স্বাগতিকরা শেষ দিন ভালো করলেও পরাজয় এড়াতে পারেনি।

রানের হিসেবে ২২০ রানের এই জয় বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম। রানের হিসেবে সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের, এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষেই।

প্রথম ইনিংসে মিরাজ পেয়েছিলেন পাঁচ উইকেট, সাকিব চারটি। দ্বিতীয় ইনিংসে চারটি করে পেয়েছেন তাসকিন ও মিরাজ। এবাদত ও সাকিব পান একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ :

১ম ইনিংস : ৪৬৮/১০ (১২৬ ওভার)

রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০

মুজারাবানি ৯৪/৪, তিরিপানো ৫৮/২

২য় ইনিংস : ২৮৪/১ ডিক্লেয়ার (৬৭.৪ ওভার)

শান্ত ১১৭*, সাদমান ১১৫*, সাইফ ৪৩;

এনগারাভা ১/৩৬

 

জিম্বাবুয়ে  :

১ম ইনিংস : ২৭৬/১০ (১১১.৫ ওভার)

কাইতানো ৮৭, টেলর ৮১, শুম্বা ৪১

মিরাজ ৮২/৫, সাকিব ৮২/৪

২য় ইনিংস : ২৫৬/১০ (৯৪.৪ ওভার)

টেলর ৯২, টিরিপানো ৫২, মুজারাবানি ৩০*, মায়ার্স ২৬,

মিরাজ ৬৬/৪, তাসকিন ৮২/৪

 

টস : বাংলাদেশ।

ফলাফল : বাংলাদেশ ২২০ রানে জয়ী।

সম্পর্কিত পোস্ট