- স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।
রোববার (১৮ জুলাই ২০২১) খেলার শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জবাবে ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯ ওভার ১ বলে খরচ করে ৩ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
খেলার ওপেনিং জুটিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ বল খেলে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে ফিরে যান তামিম ইকবাল। তামিম ইকবালের সঙ্গে থাকা আরেক ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস ৩৩ বলে ২১ রান করে ব্রেন্ডন টেলরের হাতে ক্যাচ তুলে তিনিও ফিরে যান সাজঘরে।
এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের হাল ধরেন সাকিব আল হাসান। ১০৯ বলে ৯৬ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তার সঙ্গে ম্যাচ জেতাতে সহযোগিতা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৪ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।
মোহাম্মদ মিঠুন মাত্র দুই রান সংগ্রহ করে কট আউট হয়ে ফিরে যান, মোসাদ্দেক হোসেন ৫ রানে রান করে, মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৬ রান, মেহেদি হাসান মিরাজ ৬ রান, আফিফ হোসেন ধ্রুব মাত্র ১৫ রান করে সিকান্দার রাজার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান।