সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে চিকিৎসা নিতে যাওয়ার ৫৪ শতাংশই বাংলাদেশি

  • দেশকাল২৪.কম

২০২০ সালে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া বিপুল সংখ্যক বিদেশিদের মধ্যে শতকরা ৫৪ ভাগই গেছে বাংলাদেশ থেকে। ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এরপরেই আছেন ইরাকিরা (৯ শতাংশ), আফগানিস্তানী (৮ শতাংশ), মালদ্বীপ (৬ শতাংশ) এবং আফ্রিকার কয়েকটি দেশ থেকে গেছেন ৪.৫ শতাংশ লোক।

ভারতের ন্যাশনাল মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রমোশন বোর্ডের সদস্য ডা. দেবী শেঠি বলেন, স্বল্পমূল্যে উন্নত মানের চিকিৎসাসেবার কারনেই বিদেশি রোগীদের মধ্যে বেশিরভাগই ভারতে আসেন কার্ডিয়াক সার্জারি এবং ক্যান্সারের চিকিৎসা করাতে।

উন্নত চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য ভারতের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে খাবার, ভাষা, সাশ্রয়ী চিকিৎসাসেবা এবং সাংস্কৃতিক সাদৃশ্য অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে বলেও ডা. দেবী শেঠি মনে করেন।

ভারত সরকারের ১৬৬টি দেশে ই-মেডিকেল ভিসা সম্প্রসারণের সিদ্ধান্তের ফলে বিদেশ থেকে অভাবগ্রস্ত রোগীদের ভারতীয় হাসপাতালে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা নিতে সহায়ক ভূমিকা রেখেছে কিন্তু বৈশ্বিক মহামারির ধাক্কায় এ সংখ্যাও হ্রাস পেয়েছে।

করোনা মহামারির প্রকোপ শুরুর পর অন্যান্য পর্যটকদের মতো ভারতে মেডিকেল পর্যটকদের সংখ্যাও উল্লেখযোগ্যহারে কমেছে।

ভারতের ফোরটিস হেলথকেয়ারের ভাইস-প্রেসিডেন্ট ডা. মনীষ মাত্তো বলেন, দিল্লি এবং মুম্বাইয়ের বেশিরভাগ রোগী আসেন বাংলাদেশ এবং পশ্চিম এশিয়া থেকে। চেন্নাইতে মেডিকেল ট্যুরিস্ট আসেন মালদ্বীপ, শ্রীলঙ্কা ও মরিশাস থেকে। ব্যাঙ্গালুরুর অধিকাংশ মেডিকেল ট্যুরিস্ট আসে পশ্চিম এশিয়া, বাংলাদেশ এবং আফ্রিকান দেশগুলো থেকে।

ভারতের অ্যাপোলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডা. হরিন্দর সিধু বলেন, গত বছর বেশ কিছু বাংলাদেশি রোগী প্রথমে কলকাতায় আসেন এবং পরে তাদের চেন্নাইতে চিকিৎসার জন্য নেয়া হয়।

সম্পর্কিত পোস্ট