সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সড় দুর্ঘটনায় তামিল অভিনেত্রী যশিকার অবস্থা আশঙ্কাজনক! ঘটনাস্থলে মৃত্যু ১

  • বিনোদেন ডেস্ক

বড়সড় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের দক্ষিণী তামিল অভিনেত্রী যশিকা আনন্দ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয় শনিবার (২৪ জুলাই ২০২১) গভীর রাতে গাড়িতে করে যাওয়ার সময় তামিলনাড়ুর মহাবালীপুরমের ইস্ট কোস্ট রোডে এই সড়ক দুর্ঘটনা ঘটে৷ যশিকা ছাড়াও গাড়িতে তাঁর আরও তিন বন্ধু উপস্থিত ছিল। যাঁদের মধ্যে ভল্লী চট্টি ভবানীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় যশিকা এবং তাঁর দুই বন্ধুকে এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় মামলা দায়ের করেছে মহাবালীপুরমের পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

তামিল ইন্ডাস্ট্রির অভিনেত্রী যশিকা আনন্দ। সাহসী এবং সুন্দরী হিসেবে খুব অল্প সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি। নিজের বোল্ড অবতারের জন্য ট্রোল হয়েছেন নায়িকা।

‘বিগ বস তামিল’ এর (Bigg Boss Tamil) দ্বিতীয় সিজেনে প্রতিযোগী হিসাবে বড় সাফল্য পেয়েছিলেন তিনি৷ সেখান থেকে প্রচুর জনপ্রিয়তা এবং সুখ্যাতি কুড়িয়েছিলেন। তাঁর আসন্ন ছবির নাম ‘সালফার’ (Sulphur)। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছবির ফার্স্ট লুক। সেখানে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি।

সম্পর্কিত পোস্ট