সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করোনায়মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন ইন্তেকাল করেন।

রোববার (২৫ জুলাই ২০২১) রাতে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। এক শোক বার্তায় তিনি বলেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ইসি জানায়, ইসরাইল হোসেনের মৃত্যুতে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন। তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি জানান, ইসরাইল হোসেন ১৯৯৬ সালে সহকারী সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন শাখা ও অধিশাখায় দায়িত্বপালনসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ইসরাইল হোসেন ১৯৬৬ সালে চাপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সম্পর্কিত পোস্ট