সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাবের অভিযান

  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) রাত ৮টার পর গুলশানের বাসভবনে এ অভিযান শুরু হয়।

অভিযানের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আনম ইমরান খান।

তিনি বলেন, র‍্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের বাসায় তাকে জিঙ্গাসাবাদের জন্য গিয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেয়া হয়েছে। ২৫ জুলাই দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত পোস্ট