সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কাল থেকে খুলছে শিল্প কারখানা, ঢাকামুখী যাত্রীদের ভিড়

  • নিজস্ব প্রতিবেদক

কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামীকাল থেকে সব শিল্প কারখানা খুলে দিচ্ছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিল্পকারখানা খোলার খবরে শনিবার (৩১ জুলাই ২০২১) সকাল থেকেই কর্মস্থলে ফিরতে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ মোটরসাইকেল, বিভিন্ন ধরনের থ্রি-হুইলার ও পণ্যবাহী যানবাহনে নানান কৌশলে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

ঢাকামুখী যাত্রীরা জানিয়েছেন, ১ আগস্ট ২০২১ থেকে তাদের কারখানা খুলছে। এ জন্য ভোগান্তি সত্বেও ঢাকায় আসতে হচ্ছে। দূরপাল্লার গণপরিহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে আসতে হচ্ছে তাদের। একইসঙ্গে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।

সম্পর্কিত পোস্ট