সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গৃহকর্মী নির্যাতনের দায়ে আটক নায়িকা একা, বাসায় মিলল ইয়াবা-গাঁজা

  • নিজস্ব প্রতিবেদক

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাংলা সিনেমার নায়িকা একাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জুলাই ২০২১) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার পুলিশ জানায়, অভিনেত্রী একার কাছে ইয়াবা, বিদেশি মদের বোতল ও গাঁজাসহ মাদকদ্রব পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হবে।

এর আগে, নায়িকা একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ৯৯৯ অভিযোগ যায়। ওই অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে বাসা থেকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।

সেখানে বেশকিছু সময় জিজ্ঞাসাবাদের পর একাকে আটক করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট