সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ফের বাবা হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

  • আন্তর্জাতিক ডেস্ক

ফের বাবা হতে চলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিসের স্ত্রী ক্যারি সায়মন্ডস নিজের ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন।

মাস খানেক আগেই গর্ভপাত হয় ক্যারি সায়মন্ডসের। সেবার মন ভেঙে যায় বরিস জনসন ও ক্যারির। খারাপ স্মৃতি পেছনে ফেলে সুখবর নিয়ে এলো জনসন পরিবার।

শনিবার (৩১ জুলাই ২০২১) নিজের ইনস্টাগ্রামের পাতায় বার্তা দেন ক্যারি।

ক্যারি জানান, ‘বড়দিনেই  ‘রেনবো বেবি’ দ্বিতীয় সন্তানের আসার অপেক্ষায় রয়েছেন এই দম্পতি। এরপরই লেখেন, আরও একবার অন্তঃসত্ত্বা হয়ে দারুণ লাগছে। একইসঙ্গে আবার একটু নার্ভাসও অনুভব করছেন।

গত বছরের মে মাসে করোনার সংক্রমণের মধ্যেই সাদামাটাভাবে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘরোয়া আয়োজনে নিজেদের বিয়েটা সেরে ফেলেন ক্যারি-বরিস। তবে বিয়ের আগেই তাদের ঘরে প্রথম সন্তান ছেলে উইলফ্রেড আসে।

যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে ৫৭ বছর বয়সী বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।

বরিস জনসন এর আগেও দু’বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলারের ঘরে চার সন্তান আছে। ২০২০ সালে ম্যারিনার সঙ্গে বরিসের বিচ্ছেদ

সম্পর্কিত পোস্ট