সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের কারেন্ট ও চাইজাল জব্দ

  • চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চাইজাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৪ আগস্ট ২০২১) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আমিরাবাজ লঞ্চঘাট সংলগ্ন বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি দোকান এবং ২টি গোডাউন থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চাইজাল জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লে. এম সাদিক হোসেন এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, এ সময় উক্ত এলাকার ৩টি দোকান এবং ২টি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাই জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার টাকা মাত্র।

অভিযানে মতলব উত্তর উপজেলার এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সম্পর্কিত পোস্ট