সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আসছে নতুন ধারাবাহিক ছোট ভাই, বড় ভাই

  • বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। আপাতত শুটিং বন্ধ থাকলেও লকডাউন শেষে আবারও ব্যস্ততা হয়ে উঠবেন তিনি। শুরু করবেন ‘ছোট ভাই, বড় ভাই’ শিরোনামে নতুন ধারাবাহিক নাটকের শুটিং। এটি পরিচালনা করবেন সকাল আহমেদ।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সকাল ভাই একজন গুণী পরিচালক। তার নাটকে অভিনয় করতে পারা আনন্দের বিষয়। গল্প নিয়ে এখনও বলছি না। দারুণ একটি কাজ হতে যাচ্ছে সেটি বলতে পারি। তবে কোন চ্যানেলে প্রচার হবে সেটি এখনও জানি না।

নাটকের মান নিয়ে বর্তমানে অনেক প্রশ্ন উঠছে। এমন অবস্থা প্রসেঙ্গ মৌসুমী হামিদ বলেন, এখন তো ভিউ গোনার যুগ। তাই সবাই সেদিকেই দৌড়াচ্ছে। এই জায়গায় আমাদের সচেতন হতে হবে। কারণ দিন শেষে দর্শকও কিন্তু একটি ভালো গল্প দেখতে চান। কারণ গল্পই নায়ক। তাই মানের দিকে আরও নজর দেওয়ার সুযোগ রয়েছে আমাদের।

নাটকের পাশাপাশি সিনেমায়ও দেখা যায় মৌসুমীকে। চলতি সময়ে হাতে রয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ : সেই সব দিন’। যেটির পরিচালক হৃদি হক। এরই মধ্যে এর শুটিং শুরু হলেও করোনা পরিস্থিতির জন্য তা বন্ধ আছে। তবে সবকিছু স্বাভাবিক হলে আবারও কাজ শুরু হবে।

কোরবানির ঈদে মৌসুমীর বেশ কয়েকটি নাটক প্রচার করা হয়েছে। যার মধ্যে আলোচনায় আসে ‘মুঘল ফ্যামিলি’। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছিলেন দীপু হাজরা। যেখানে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। মৌসুমী বলেন, ‘নাটকটি গল্পের জন্যই জনপ্রিয়তা পেয়েছে। বৃন্দাবন দাসের রচনা সবার কাছেই বেশ পছন্দের। এ ছাড়া চঞ্চল ভাইয়ের দারুণ অভিনয় তো রয়েছেই।’

সম্পর্কিত পোস্ট