সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে শুরু জয় দিয়েই শেষ, দাপুটে বাংলাদেশ

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের দেওয়া ১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সাকিব নিয়েছেন চার উইকেটে।

সোমবার (৯ আগস্ট ২০২১) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১২২ রানে পুঁজি পায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই ১২৩ রানের লক্ষ্যও টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের হাতে নাস্তানুবার হয়ে গুঁটিয়ে যায় মাত্র ৬২ রানে। এটিই টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।

সম্পর্কিত পোস্ট