সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁ ধামইরহাটে শ্যালিকা ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

  • নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচৈতন্য এলাকার পিতা রফিকুল ইসলামের ছেলে মো. জুয়েল হোসেন (৩২) এর সঙ্গে এক দশক পূর্বে পার্শ্ববতী উপজেলা সাপাহারের সারলী নামক এলাকার ফেরদৌস আলীর মেয়ে ফরিদা পারভীনের পারিবারিকভাবে বিয়ে হয়।

গত শনিবার জুয়েল হোসেন ওই নারীকে কৌশলে নিজ বাড়িতে এনে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল গনি জানান, আসামিকে আটক করে নওগাঁ জেলা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। নির্যাতিত নারীর মেডিক্যাল পরীক্ষা শেষে মায়ের কাছে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট