মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

নেইমারের ১০ নম্বর জার্সি মেসি কত পরবেন?

পিস বাংলা By পিস বাংলা আগ১০,২০২১
  • ক্রীড়া ডেস্ক

দুজনের মধ্যে সম্পর্কটা অন্যরকম। তাই লিওনেল মেসিকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নিজের ১০ নম্বর জার্সিতে দিতে চেয়েছিলেন নেইমার। কিন্তু মেসি বন্ধুর জার্সি নম্বর কেড়ে নিতে রাজি হননি।

তাই ১০ নম্বর জার্সিটা নেইমারেরই থাকছে। মেসি তবে কত নম্বর পরবেন? এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, ফরাসি ক্লাবটি তাকে ৩০ নম্বর জার্সি নেয়ার প্রস্তাংব দিয়েছে।

ভাবনায় আছে ১৯ নম্বর জার্সিও। মেসি তার বার্সা অভিষেকে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। তরুণ বয়সে ১৯ নম্বরও পরেছেন লা লিগায়।

তবে সম্ভবত পিএসজিতে ৩০ নম্বর জার্সিই পরবেন মেসি। যদিও লিগ ওয়ানে এই নম্বরটা সাধারণত গোলরক্ষকরা পরে থাকেন। তবে আর্জেন্টাইন খুদেরাজের জন্য এই সাধারণ নিয়মে ব্যত্যয় ঘটাতে আপত্তি নেই পিএসজির।

সম্পর্কিত পোস্ট