সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মতলব উত্তরে ওটারচর উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

  • চাঁদপুর প্রতিনিধি

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট ২০২১) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম।

সহকারী শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম খানের পবিত্র কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আমিনুল হক সরকার।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রধান, সমাজ সেবক শফিকুল ইসলাম প্রধান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক যথাক্রমে নুরুল আমিন, মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক যথাক্রমে সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওচমান গনি খান, আল আমিন খান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট