সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারী : ব্রাহ্মণবাড়িয়ার পথসভায় নিখিল

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপি-জামাত বাংলাদেশকে জঙ্গি ও তালেবানি রাষ্ট্র বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

মঙ্গলবার (১৭ আগস্ট ২০২১) দুপুরে সিলেট যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে জেলা যুবলীগের উদ্যোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভার পথসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

২০০৫ সালের ১৭ আগষ্টের সিরিজ বোমা হামলার মধ্য দিয়ে তারা সেদিন জানান দিয়েছিল বাংলাদেশ একটি জঙ্গী রাষ্ট্র। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য দিনটি একটি কলঙ্ক জনক দিন।

আগষ্ট মাসকেই বিএনপি-জামাত বারবার হামলার জন্য বেছে নিচ্ছে উল্লেখ করে নিখিল বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে এই আগস্ট মাসেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। এই আগস্ট মাসেই জননেত্রীর উপর গ্রেনেড হামলা চালানো হয়।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয়, জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট