সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গাড়িতে বসেই করোনার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (১৮ আগস্ট ২০২১) বিকেলে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে এই টিকা নেন তিনি। এই টিকাকেন্দ্র থেকেই গত ১৯ জুলাই করোনা টিকার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তিনি।
এদিন দুপুরে গুলশানের বাসা ফিরোজা থেকে গাড়িতে চড়ে তিনি হাসপাতালে যান। নেতাকর্মীদের হট্টগোলের মাঝে তিনি গাড়ি থেকে নামেননি। গাড়িতেই তাকে টিকার ডোজ দেওয়া হয়।
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে মহামারী শুরুর পর গত বছরের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তারপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় আছেন।
এ বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।

সম্পর্কিত পোস্ট