রাজধানীর দক্ষিণখান একটি ফার্মেসিতে মিলল করোনার ২০ ডোজ টিকা। এই ঘটনায় পুলিশ একজনকে হাতেনাতে আটক করেছ। ঘটনাস্থল রাজধানীর দক্ষিণখান থানার চালাবন হাজী বিল্লাত আলী স্কুলের সামনের একটি ফার্মেসি।
বুধবার (১৮ আগস্ট ২০২১) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে শ্রী বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় তার কাছে ২০ ডোজ মডার্নার ভ্যাকসিন পাওয়া যায়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দক্ষিণখানের চলাবন এলাকার সেবা সংস্থা (ক্লিনিক) নামের একটি ফার্মেসি থেকে ২০টি মডার্নার ভ্যাকসিন উদ্ধার করা হয়। পরে ওই ফার্মেসি থেকে মডার্নার ভ্যাকসিনের ব্যবহৃত ভাইলসহ ২১টি খালি প্যাকেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘প্রতিটি প্যাকেটে ১০টি টিকা রাখার জায়গা আছে। আমরা এক দম্পতিকে পেয়েছি যারা ৫০০ টাকার বিনিময়ে বিজয়ের কাছ থেকে ভ্যাকসিন নিয়েছেন। আমাদের কাছে তথ্য আছে তিনি আরও এরকম ভ্যাকসিন দিয়েছেন।’