- দেশকার২৪ ডটকম অনলাইন
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট ২০২১) দুপুরের দিকে তিনি মারা যান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে আল্লামা বাবুনগরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী মাদরাসায় অবস্থানকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন থেকেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।