সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এলিসের সঙ্গে চুক্তি করেছে পাঞ্জাব কিংস

  • ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে উদীয়মান তারকা এলিসের সঙ্গে চুক্তি করেছে পাঞ্জাব কিংস। মানে বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আগেভাগেই যাচ্ছেন ২৬ বছর বয়সী পেসার। বিশ্বকাপ দলে ডাক পাওয়া আরও ১১ জন অবশিষ্ট আইপিএল খেলতে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবেন।

শুক্রবার (২০ আগস্ট ২০২১) দিনভর এলিসকে নিয়ে হয়েছে জল্পনা-কল্পনা। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে কোনো দল এলিসকে দলে টানতে পারে এই ছিল আলোচনা। কারণ এলিস আইপিএলে দল পেয়েছেন- এই সংবাদ শুক্রবার সকালেই প্রকাশিত হলেও কোন দল তাকে নিয়েছে সেটি প্রকাশিত তখনো হয়নি। অবশেষে রাতে প্রকাশ হলো এলিসের দল।

দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ঝাই রিচার্ডসন ও রিলি মেরেডিথ বাকি আইপিএল থেকে ছিটকে যাওয়ায় এই সিদ্ধান্ত নিলো পাঞ্জাব। দলের প্রধান নির্বাহী সতীশ মেনন এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

 

 

সম্পর্কিত পোস্ট