সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রণোদনা দেওয়ায় অর্থনৈতিক মন্দা এড়ানো গেছে : চাঁদপুরে পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • চাঁদপুর প্রতিনিধি
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলাম মোহন বলেছেন, বাংলাদেশে যা প্রবৃদ্ধি হয়েছে তা ইতিবাচক। যেখানে প্রবৃদ্ধি ৮ শতাংশ হওয়ার কথা ছিল সেখানে করোনার কারণে দেশে শাটডাউন হওয়ায় আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতে কাজকর্ম বন্ধ থাকে।  সেজ্য প্রবৃদ্ধি কমে সাড়ে ৩ শতাংশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী তার কারণে এবং বিভিন্ন প্যাকেজের প্রণোদনা দেওয়ায় ( ক্ষুদ্র, মাঝারি , রপ্তানিকারক, প্রাণিসম্পদ খাতে) অর্থনীতির মন্দা থেকে রক্ষা পেয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ মনে করেছিল সারাবিশ্ব করোনা  ভাইরাসের কারণে অর্থনৈতিক ও খাদ্য মন্দা দেখা দেবে। সেখানে বাংলাদেশে কোন খাদ্য ঘাটতি হয়নি। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমাদের রপ্তানি বেড়ে গেছে ১৯ শতাংশ। আমাদের রেমিটেন্স ১৪ মিলিয়ন ডলার ছিল। বৃদ্ধি পেয়ে ২৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট ২০২১) দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২০- ২০২১ অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ। তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। চ্যালেঞ্জ, হুমকি মোকাবেলা করে সাহসের সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে যেতে হবে। এটা যারা পারবি না তাদের সাংবাদিকতা করার দরকার নাই। কারণ সত্য উদঘাটন করা সাংবাদিকদের দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সারোয়ার, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহ কামাল প্রমুখ।
প্রতিমন্ত্রী সকালে মতলব উত্তরের বাংলাবাজার এলাকায় পথসভায় ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার,  উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান মুকুল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডভোকেট আখতারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট