সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি

  • বরিশাল প্রতিনিধি

সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হয় আসছে বরিশালের বানারীপাড়া উপজেলার মানচিত্র। প্রতিদিন সন্ধ্যার বুকে বিলীন হয়ে যাচ্ছে নদী তীরবর্তী মানুষের বাড়িঘর। ভুক্তভোগী এলাকাবাসী ও নদী সংলগ্ন দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন।

বুধবার (২৫ আগস্ট ২০২১) সকালে উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারীলাল একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিহারীলাল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক অনিল চন্দ্র, বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আ করিম, পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক বাবু সুধাংশু কুমার মন্ডল, বিহারী লাল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু নরেন্দ্রনাথ বাড়ৈ, শুভ দাস, ইউপি সদস্য মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে উপজেলার ব্রাহ্মণকাঠি, দান্ডোয়াট, ধানহাটখোলা, শিয়ালকাঠী, বাংলাবাজার, নলেশ্রী, মসজিদ বাড়ি, দাসেরহাট, কালির বাজার, চাউলাকাঠি, বাসার, গোয়াইলবাড়ি গ্রামের বহু বাড়িঘর, ফসলি জমি, মসজিদ, মন্দির নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সন্ধ্যার ভাঙনে বহু পরিবার তাদের শেষ আশ্রয়টুকু হারিয়ে এখন নিঃস্ব। সন্ধ্যা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় প্রতিনিয়ত ভাঙন বেড়েই চলছে। এই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।

সম্পর্কিত পোস্ট