সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে আমাদেরকে রাস্তায় নামতে : মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতাকর্মীদের আন্দোলনের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান করেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২১) দুপুরে রাজধানীর গোরানে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’র উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে যদি সরাতে না পারি তবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না, দেশনেত্রী খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না। হাজার হাজার মানুষ যে মিথ্যা মামলা নিয়ে চেপে বসে আছি, তা থেকেও আমরা মুক্ত হতে পারব না। সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের রাস্তায় নামতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পরাজিত করতে হবে। তাদের বাধ্য করতে হবে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। যার মাধ্যমে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সরকার গঠন করবে।’

বিএনপি গত ১০-১২ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, পাঁচশ’র বেশি ভাই গুম হয়ে গেছে, হাজারের ওপর মানুষ খুন হয়ে গেছে, অনেককে হাঁটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে। বিশেষ করে তরুণ-যুবক যারা আছেন, তাদের জেগে উঠতে হবে। পরিবর্তন আসে সবসময় তরুণদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে। এখন কাজ করতে হবে তরুণ-যুবকদের।’

সম্পর্কিত পোস্ট