সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আজ বাংলার জনগণ বঙ্গবন্ধুর কথাই বলে : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন। শোষণের বিরুদ্ধে লড়াই করে গেছেন। আজ বাংলার জনগণ বঙ্গবন্ধুর কথাই বলে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২১) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় মনিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খুনিরা বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলতেই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এখন বঙ্গবন্ধুর নাম কোটি কোটি মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধু এ দেশের মানুষের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক মুক্তির জন্য পশ্চিমাদের বিরুদ্ধে সংগ্রাম করার ডাক দিয়েছিলেন।

গাজীপুর সদর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোশারফ হোসেন দুলাল। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহম্মদ ইকবাল হোসেন সবুজ।

সম্পর্কিত পোস্ট