সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দাবা ফেডারেশনের স্থায়ী জায়গার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী

  • ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের দাবার মুল সমস্যা স্থায়ী জায়গা। চার দশকের বেশি সময় দাবা ফেডারেশন স্থায়ী বা নিজস্ব জায়গার অভাবে ভুগছে। সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সোমবার (৩০ আগস্ট ২০২১) রাজধানীর এক হোটেলে শহীদ শেখ কামাল আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সামনে দাবা ফেডারেশন মাননীয় প্রধানমন্ত্রী ও শহীদ শেখ রাসেলের নামে টুর্নামেন্ট আয়োজন করবে। এর আগেই তাদের জায়গার সমস্যা সমাধান হবে।

বাংলাদেশ দাবা ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় দুটো কক্ষ ব্যবহার করে মাত্র। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, তৃতীয় তলায় আরো কিছু কক্ষ রয়েছে। সেই কক্ষগুলো দাবা ফেডারেশনকে দেয়া হবে। আশা করি এতে দাবার সমস্যার অনেকটা সমাধান হবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনেক নতুন ডিসিপ্লিন শুরু হয়েছে সম্প্রতি। দেশের সম্ভাবনাময় খেলা দাবা নেই বিকেএসপিতে। ফেডারেশনের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই বিষয়ে অনুরোধ করে ফেডারেশনের সভাপতি ড.বেনজির আহমেদ বলেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশের আদলে বাংলাদেশেও আধুনিক দাবা স্কুল শুরু করতে চাই। ক্রীড়া মন্ত্রণালয় যদি বিকেএসপিতে দাবা শুরু করে তাহলে দাবার উন্নয়নে ব্যাপক ভূমিকা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এটি একটি ভালো প্রস্তাব। নতুন একটি ডিসিপ্লিন বিকেএসপিতে অন্তর্ভুক্ত করতে হলে বাজেট, কারিকুলাম অনেক বিষয় জড়িত। দাবা ফেডারেশন আমাদের প্রস্তাবনা দিলে অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট