সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেলেন তামিম

  • ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে গেলেন তামিম ইকবাল। তামিম ইকবালের ফেসবুকে তিনি নিজেই এ ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত জানান।

বুধবার (১ সেপ্টেম্বর ২০২১) দুপুরে নিজের ফেসবুক পেজে এসে এমন ঘোষণা দেন তামিম ইকবাল। নিচে তামিম ইকবালের ফেসবুকের লিং দেয়া আছে। তিনি সালাম দিয়ে বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’

লিংক :

 

 

সম্পর্কিত পোস্ট