সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা-৭ আসনে আ.লীগের মনোনয়নপত্র নিলেন ডা. প্রাণ গোপাল

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার (৪ সেপ্টেম্বর ২০২১) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে থেকে প্রাণ গোপাল দত্তের পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়।

প্রাণ গোপাল ছাড়াও কুমিল্লা-৭ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলামসহ আরও একজন। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।

অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট