- দেশকাল ২৪ ডটকম
জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলায় যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ২০২১) নেদারল্যান্ডের গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে একদল শিক্ষার্থীদের উদ্দেশে তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঠিক পথে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য গবেষক ও গবেষণার ওপর জোর দেন মন্ত্রী।
পৃথিবীর অন্যতম বিখ্যাত গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা প্রোগ্রাম ও কোর্স চালু রয়েছে।