সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

বুধবার (৮ সেপ্টেম্বর ২০২১) সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিনয় জর্জ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দর এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার এবং সেগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় (আইএমও) ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচন করবে। সে নির্বাচনে ভারত আমাদের সাথে থাকবে এবং সমর্থন ব্যক্ত করেছে।

সম্পর্কিত পোস্ট