সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচনের অনুমতি

  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বন্ধ থাকা অবস্থায় দেশের অনেক স্কুলের ব্যবস্থাপনা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যায়।

স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে এতদিন কমিটি গঠন ও নির্বাচন বন্ধ রাখা হয়। অবশেষে স্থগিত থাকা এসব কমিটি গঠন ও নির্বাচন করার অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২১) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের (প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তা) চিঠি পাঠিয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ১৭ মার্চ থেকে কোভিড-১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল।

বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হওয়ায় গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো।

চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে পরিচালনা কমিটি গঠনও বন্ধ ছিল। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছিল। এমনকি শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্বাক্ষরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা চালু রাখা হয়েছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটিও নেই মাসের পর মাস।

দীর্ঘ দিন অ্যাডহক কমিটি অনুমোদন না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছিল যেনতেনভাবে।

 

সম্পর্কিত পোস্ট