সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহ সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

  • ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নগরীতে আরেকটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ২০২১) সকালে নগরীর বয়ড়ায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আঞ্চলিক কার্যালয়-৩ এর উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ আঞ্চলিক কার্যালয়ে ৩৩টি ওয়ার্ডের মধ্যে ওই এলাকার ১১টি ওয়ার্ডের কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় এলাকাবাসী সহজেই এ অফিস থেকে নাগরিক সেবা পাবেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, কাউন্সিলর মনোয়ার হোসেন বিপপ্লবসহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট