সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাগাড়

  • রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর ২০২১) বিকেলে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলে নুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে নুরু হালদার রাতে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে আসেন। মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় আড়তদার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন।

সম্রাট শাহজাহান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে ৪৭ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

এ বিষয়ে জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান গণমাধ্যমকে বলেন, পদ্মায় এখন প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুশি। তবে আগামীতে নদীর এই এলাকায় আমরা বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।

সম্পর্কিত পোস্ট