- নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা আগামী ৭ অক্টোবর এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ অক্টোবর ২০২১) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন, কয়েকটি উপজেলা পরিষদের নির্বাচন ও সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।