সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ ও সময়সূচী

  • ক্রীড়া ডেস্ক

অনেক সাধণার পর বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশের ক্রীড়ামোদীরা। টাইগাররা খেলবে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল।

তবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে পা রাখলো অপেক্ষাকৃত খর্ব শক্তির স্কটল্যান্ড। ফলে বাংলাদেশকে গ্রুপ রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

সুপার টুয়েলভে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। টাইগারদের প্রথম ম্যাচটি ২৪ অক্টোবর প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

সুপার টুয়েলভে বাংলাদেশের খেলা কবে কোন দলের সঙ্গে:

প্রথম ম্যাচ (২৪ অক্টোবর) – বাংলাদেশ বনাম প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম – বিকেল ৪টা

দ্বিতীয় ম্যাচ (২৭ অক্টোবর) – বাংলাদেশ বনাম ইংল্যান্ড – শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – বিকেল ৪টা

তৃতীয় ম্যাচ (২৯ অক্টোবর) – বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম – বিকেল ৪টা

চতুর্থ ম্যাচ (২ নভেম্বর) – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – বিকেল ৪টা

পঞ্চম ম্যাচ (৪ নভেম্বর) – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম – বিকেল ৪টা

উল্লেখ্য, আজ শুক্রবারই জানা যাচ্ছে  গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল কারা? কারণ টাইগারদের প্রথম ম্যাচটিই যে প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।

 

সম্পর্কিত পোস্ট