সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।

রোববার (২৪ অক্টোবর ২০২১) বাংলাদেশ সময় বিকাল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

বাছাই পর্বের শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ডান-হাতি পেসার তাসকিন আহমেদ এর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

বাছাই পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় বাংলাদেশ।
আর বাছাই পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে শ্রীলংকা।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাইম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও বিনুরা ফার্নান্দো।

সম্পর্কিত পোস্ট