সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল টাইগাররা

  • ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল বাংলাদেশ দল। প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সাক্ষাতে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৪ রান করে টাইগাররা। এর আগে দলীয় ৯৮ রানে বাংলাদেশের ৭ উইকেট পড়ে যায়। পরে নূরুল হাসান ও মেহদি হাসানের ব্যাটে ভর করে ১২৪ রানে পৌঁছায় বাংলাদেশের স্কোর। এক বল বাকি থাকতে আউট হয়ে যান নূরুল। এক বল খেলতে মাঠে নামেন মোস্তাফিজুর রহমান। ওই বলে বোল্ট হয়ে যান তিনি।

দলীয় স্কোর ১০০ না ছুঁতেই ৭ ব্যাটসম্যান সাজঘরে:

দলীয় স্কোর ১০০ না ছুঁতেই বাংলাদেশ দলের ৭ ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৪ বলে ১৯ রান করে আউট হয়ে যান। তিনি ব্যাটিংয়ে থাকাকালে রান আউটের ফাঁদে পড়েন আফিফ হোসেন।

পরে মেহদি হাসান আউট হন ১১ রানে। তিনি ১০ বল খরচ করেছেন। তার উইকেটটি তুলে নেন মিলস।

ফিরলেন মুশফিকও, দিশেহারা বাংলাদেশ

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও সাজঘরে ফিরে গেছেন। এর আগে তিনি করেছেন ৩০ বলে ২৯ রান। ল্যাভিংস্টোনের একটি বল সুইপ করতে গিয়ে আউট হন তিনি।

তার পরিবর্তে মাঠে নামেন আফিফ হোসেন। তিনি মাহমুদউল্লাহকে সঙ্গ দেবেন।

লিটন-নাঈম ও সাবিককে হারিয়ে চাপে বাংলাদেশ

ব্যর্থতা পিছুই ছাড়াছে না লিটন দাসের। আজও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন লিটন কুমার দাস। পরপর দুই বাউন্ডারি মেরে রানের খাতা খুলেন তিনি।

কিন্তু ইনিংস বড় করতে পারলো না। মঈন আলীর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লিটন। আউট হওয়ার আগে তিনি করেন ৮ বলে ৯ রান। লিটনের পর পরই আউট হয় আরেক ওপেনার নাঈম শেখ। নাঈমের ব্যাট থেকে আসে ৭ বলে ৫ রান।

পরে সাকিব আল হাসানও আউট হয়ে যান। তিনি ওকসের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দেন। সাকিব ৭ বলে ৪ রান করেন।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইয়ন মরগানের দলের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।

টি-টোয়েন্টিতে আগে কখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি টাইগাররা। ১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু কখনোই সংক্ষিপ্ত ভার্সনে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি টাইগারদের।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন ভালো হয়নি বাংলাদেশের। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।

সম্পর্কিত পোস্ট