সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জি-২০ সম্মেলনে যোগ দিতে রোম পৌঁছেছেন জো বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতে রোম পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর সরাসরি অংশগ্রহণে প্রথম সম্মেলন এটি।

শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) ভোরে রোমে পৌঁছান প্রেসিডেন্ট বাইডেন। কপ-২৬ জলবায়ু সম্মেলনের জন্য গ্লাসগোতে যাওয়ার আগে তিনি সেখানে গেলেন।

ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে বাইডেন শুক্রবার তার বিদেশ সফর শুরু করবেন। জন এফ কেনেডির পর একমাত্র দ্বিতীয় ক্যাথোলিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রেঁর সাথেও সাক্ষাত করবেন।

সূত্র : বাসস

 

 

সম্পর্কিত পোস্ট