সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

  • ক্রীড়া ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দুই দলই নিজেদের দুই ম্যাচে জিতেছে একটি আর হেরেছে একটি।

এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন একটি। উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসের জায়গায় নেয়া হয়েছে কুইন্টন ডি কককে। বর্ণবাদবিরোধী আন্দোলনে সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচটি খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি ককের।

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক) ৩ রিজা হেনড্রিক্স, এইডেন মারকাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নর, তাবরাইজ শামসি।

শ্রীলংকা: পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা (উইকেট রক্ষক), চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারতে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশমন্থা চামেরা, মহিশ থিকসানা, লাহিরু কুমারাভ।

 

সম্পর্কিত পোস্ট