সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লজ্জার হারে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে ৮ উইকেটের লজ্জার হার দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে সব কয়েকটি উইকেট হারিয়ে ৭৩ রান করে বাংলাদেশ। তাই অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে ৭৪ রান।

মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিকে বিশ্বকাপের সুপার টুয়েলভের একটি ম্যাচও জিততো পারলো না বাংলাদেশ। তবে বাছাই পর্বের দুইটি ম্যাচ জিতেছিলো মাহমুদউল্লাহর দল।

এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অজি বোলাদের তোপের মুখে পরে বাংলাদেশের ব্যাটাররা। ফলে উইকেটে এসে কোন ব্যাটারই থিতু হতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। তার ব্যাটেই এসেছে দলের একমাত্র ছক্কা। এছাড়া নাঈম করেন ১৭ আর মাহমুদউল্লাহ ১৬ রান। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অল আউটের পর আজ করলো ৭৩ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ– ১৫ ওভারে ৭৩ (তাসকিন ৬*, শরিফুল ০, মোস্তাফিজ ৪, মাহমুদউল্লাহ ১৬, মেহেদী ০, শামীম ১৯, আফিফ ০, নাঈম ১৭, মুশফিক ১, সৌম্য ৫, লিটন ০)

অস্ট্রেলিয়া– ৬.২ ওভারে ৭৮/২ (মার্শ ০*, ওয়ার্নার ১৮, ফিঞ্চ ৪০)

সম্পর্কিত পোস্ট