- সিলেট প্রতিনিধি
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) কর্তৃক আয়োজিত ৫০তম আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় ১৯২টি দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথমস্থান অর্জনকারী সিলেটের কিশোরী নুবায়শা ইসলামের হাতে স্বর্ণপদক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর ২০২১) বিকাল ৪টায় সিলেট প্রধান ডাকঘরের কনফারেন্স হলে এক পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বাঁচকশিল্পী সৈয়দ সাইমুম আনজুম ইভান ও নাজমা পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
অনুষ্ঠানে ভিডিওকলে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক সিরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
অনুষ্ঠানে নুবায়শার হাতে স্বর্ণপদক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন- কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) শামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সিলেট বিভাগীয় সহকারী পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী, ট্রেজারি পোস্টমাস্টার মুজিবুর রহমান, এজিএম তৌহীদুর রহমান, এপিএমজি তন্ময় দে চৌধুরী, আব্দুল কাদের প্রমুখ।