সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

তেলের দাম ২৩ শতাংশ বৃদ্ধি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক

তেলের দাম ২৩ শতাংশ বৃদ্ধি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার (৬ নভেম্বর ২০২১) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, করোনাসহ নানা কারণে দেশের ৭৭ ভাগ মানুষের আয় কমেছে। নতুন করে দরিদ্র হয়েছে ৩ কোটি ২৪ লাখ মানুষ। এরমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ দিশেহারা, ঠিক তখনই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা সঙ্কটাপন্ন জনগণকে প্রনোদনা দিয়ে সরকার যেখানে জনগণের পাশে থাকার কথা সেখানে তেলের মূল্য বাড়িয়ে জনসাধারণকে আরেক দফা সঙ্কটে ঠেলে দেওয়া হয়েছে। অথচ ৬ লাখ কোটি টাকার জাতীয় বাজেটে জ্বালানী খাতে মূল্য না বাড়িয়েও ৬ হাজার কোটি টাকা বছরে ভর্তুকি দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।

এ সময় করোনার বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টারত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবন-জীবিকা সচল রাখার স্বার্থে অযৌক্তিকভাবে তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের দাবি জানায় সংগঠনটি।

সম্পর্কিত পোস্ট