সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপি মুখে বলে এক, কাজে করে আরেক : দীপু মনি

  • চাঁদপুর প্রতিনিধি

বিএনপি সব সময় মুখে বলে এক রকম, কাজ করে আরেকটা।

শনিবার (৬ নভেম্বর ২০২১) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এ মন্তব্য করেন।

ডা. দীপু মনি বলেন, বিএনপি নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও তারা অপরাজনীতি করে। এর মধ্যে মানুষ হত্যাসহ যত ধরনের অপরাধ রয়েছে। বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি করে সেটিও অপরাজনীতি। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সবসময় নেতিবাচক ভূমিকায় থাকে। এটিও তাদের চরিত্রের একটি অংশ।

একদিকে তারা বলছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না। অপরদিকে আমরা দেখছি সব জায়গায় তাদের প্রার্থী দেওয়া হচ্ছে। বিএনপির জন্য এটি নতুন কিছু না।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নতুন বছরে সঠিক সময়ে বই পাবে বলে আশা করছি। বইগুলো মুদ্রণের ভুলত্রুটির বিষয়ে সতর্কতা রয়েছে। তারপরও যদি ভুল থাকে তাহলে অবশ্যই তা সংশোধন করার ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিলন মাহমুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস বিশ্বাস, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, আবুল কালাম চিশতী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট