সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সেমির খুব কাছে অস্ট্রেলিয়া

  • ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে যেতে হলে জিততেই হবে- এমন সমীকরণের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

দুবাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তোলে ১৫৭ রান। ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৮৯ রানের ইনিংসে অজিরা লক্ষ্যে পৌঁছায় ১৬.২ ওভারে দুই উইকেট হারিয়ে।

৫৬ বলে ৯ চার ও ৪ ছয়ে ওয়ার্নার সাজান ইনিংসটি। ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলা মিশেল মার্শ আউট হন জয় থেকে দলকে ১ রান দূরে রেখে।

২২ বল আগে জিতে রান রেটও বেশ বাড়িয়ে নিয়েছে তারা। দারুণ জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া। রাতে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচের পরই চূড়ান্ত হয়ে যাবে সেমির পথে গ্রুপ ওয়ানের দ্বিতীয় দল।

চার ম্যাচের চারটিতে জয় ও রান রেট সবার বেশি হওয়ায় ইংল্যান্ড সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে। লড়াইটা প্রোটিয়া ও অজিদের মধ্যে। আজকের আগে দুই দলেরই চার ম্যাচ তিন জয়ে ছয় পয়েন্ট

রাতের ম্যাচে ইংল্যান্ডকে অনেক ব্যবধানে হারাতেই পারলেই কেবল সাউথ আফ্রিকার সেমিতে ওঠার সম্ভাবনা জাগবে। হেরে গেলে আর রান রেটের হিসেবের প্রয়োজন হবে না। এই গ্রুপ থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াই পৌঁছাবে শেষ চারে।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক কায়রন পোলার্ড।

 

সম্পর্কিত পোস্ট