সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শক্তিশালি পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • ক্রীড়া ডেস্ক

কিছুদিন আগেই জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এবার বিশ্বকাপের মূল আসরে উঠার লড়াইয়ে শুভসূচনা করেছে রুমানা-ফারজানারা। ঘরের মাঠে যখন পুরুষ দল পাকিস্তানের কাছে একের পর এক ম্যাচ হারছে, তখন জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালি পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানি নারীদের ছুঁড়ে দেয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল আর হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।

রুমানা আহমেদ এবং ফারজানা হকের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে অসাধারণ জয়টি ধরা দিলো।

নারী ক্রিকেটে বরাবরই খুব শক্তিশালী দল পাকিস্তান। অথচ এই দলটির বিপক্ষে এ নিয়ে তৃতীয় জয় পেলো বাংলাদেশ। পাকিস্তানিদের বিপক্ষে সর্বশেষ চারম্যাচের তিনটিতেই জয় নিগার সুলতানা-সালমা খাতুনদের। পাকিস্তানের ঘরের মাঠ থেকেও জিতে এসেছিল নারী ক্রিকেটাররা। আরেকটি ম্যাচ জিতেছিল কক্সবাজারে। এবার জিতলো তিন নম্বর ম্যাচে।

এছাড়া টপ অর্ডার ব্যাটার ফারজানা হক ৯০ বল খেলে করেন ৪৫ রান। মূলতঃ তিনি একপাশ আগলে রেখে বাংলাদেশের জয়ে দারুণ অবদান রাখেন।

হারারের ওল্ড হারারিয়ান মাঠে টস জিতে পাকিস্তান অধিনায়ক জাভেরিয়া খানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা।

সম্পর্কিত পোস্ট