সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে ১০ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করছে পোশাকশ্রমিকরা।

বুধবার (২৪ নভেম্বর ২০২১) সকালের বিক্ষোভে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক অংশ নিয়েছেন। এসময় শ্রমিকদের লাঠিসোটা নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সকাল থেকে শ্রমিকরা বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে বলেও জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সম্পর্কিত পোস্ট