সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

  • গাজীপুর প্রতিনিধি 

গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর ২০২১) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মহানগরের নলজানি এলাকার বাসিন্দা ও আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মো. আতিক মাহমুদ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। বাদীর পক্ষে গাজীপুর জজ কোর্টের আইজীবী মো. নুর নবী সরদার রেববার বিকেলে ওই আদালতে মামলাটি রজু করেছেন।

আইজীবী মো. নুর নবী সরদার জানান, আদালতের বিচারক মামলা আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

সম্পর্কিত পোস্ট